ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

নৌ-পুলিশের হাতে গ্রেপ্তার মেঘনার ‘দস্যু’ ফারুক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, মার্চ ৭, ২০২৪
নৌ-পুলিশের হাতে গ্রেপ্তার মেঘনার ‘দস্যু’ ফারুক গ্রেপ্তার ডাকাত মো. ফারুক

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের মেঘনা নদীতে পৃথক দুটি ডাকাতি মামলার আসামি মো. ফারুককে (৪২) গ্রেপ্তার করা হয়েছে।  

বুধবার (৬ মার্চ) দুপুরে র‍্যাব-৭ এর সহায়তায় রামগতির বড়খেরী নৌ-পুলিশের সদস্যরা চট্টগ্রামের ডাবলমুরিং থানার মাদারবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

 

ফারুক ভোলার দৌলতখান থানাধীন চর খলিফা এলাকার মো. শহিদুল ইসলামের ছেলে।  

নৌ-পুলিশের ইনচার্জ ফেরদৌস আহমেদ বলেন, ফারুক অস্ত্রধারী কুখ্যাত দস্যু। মেঘনা নদীর জেলেদের অপহরণ করে সে মুক্তিপণ আদায় করে ছেড়ে দিত।

২০২২ সালের দিকে কমলনগরের মেঘনা নদীতে জেলেদের নৌকায় ডাকাতি করে সে। এছাড়া রামগতির আলেকজান্ডার এলাকার মেঘনা নদীতে ডাকাতিকালে জেলেদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে চার জেলে গুলিবিদ্ধ হয়। এ দুই মামলার প্রধান আসামি ফারুক।  

গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের মাদারবাড়ি এলাকায় র‍্যাবের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৯৫৬ ঘণ্টা, মার্চ ০৭, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।