ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ফুলপুরে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৪
ফুলপুরে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউনিয়নে চানপুর ব্রিজ এলাকায় ট্রাকচাপায় মো. আব্দুস সাত্তার (৩৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


 
নিহত আব্দুস সাত্তার একই উপজেলার কোনাপাড়া গ্রামের মো. আজিজুল ইসলামের ছেলে। তিনি ধান ব্যবসায়ী ছিলেন।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বাংলানিউজকে জানান, নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে ব্যবসায়িক কাজে শেরপুর রওনা হন আব্দুস সাত্তার। পথে ঘটনাস্থলে এলে ফুলপুরগামী একটি ট্রাক তাকে চাপাকে দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকাবাসী চালকসহ ট্রাকটিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।