ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘লেনিনগ্রাদ’ নামে অধিক ক্ষমতাসম্পন্ন আইসব্রেকার নির্মাণ করছে রাশিয়া

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৪
‘লেনিনগ্রাদ’ নামে অধিক ক্ষমতাসম্পন্ন আইসব্রেকার নির্মাণ করছে রাশিয়া

ঢাকা: রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরের বাল্টিক শিপইয়ার্ডে নতুন একটি আইসব্রেকারের নির্মাণকাজ শুরু হয়েছে। বিশ্বের অন্যতম ক্ষমতাসম্পন্ন আইসব্রেকার সিরিজ ২২২২০ এর অন্তর্ভুক্ত পঞ্চম এ আইসব্রেকারটির নাম রাখা হয়েছে ‘লেনিনগ্রাদ’।

 

নর্থ সি-রুটে মালামাল পরিবহনে আইসব্রেকারটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রুশ রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রোসাটম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।

রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ জানান, অদূর ভবিষ্যতে অনেকগুলো উন্নত মানের আইসব্রেকারের প্রয়োজন হবে। আর্কটিক অঞ্চলের জাহাজ নির্মাণ শিল্প রাশিয়ার জন্য কৌশলগতভাবে একটি গুরুত্বপূর্ণ খাত হয়ে উঠছে। রোসাটম এখান থেকে শুধু জাহাজই সংগ্রহ করছে না, বরং গুরুত্বপূর্ণ এ কাজে সরাসরি সম্পৃক্ত আছে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৪
এসকে/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।