ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাংনীতে কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৪
গাংনীতে কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক সভা

মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে সহায়ক শিক্ষকের সঙ্গে ফলোআপ সভা অনুষ্ঠিত হয়েছে।

দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের গাংনী এরিয়া অফিসের আয়োজনে বুধবার (৩১ জানুয়ারি) জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এই ফলোআপ সভা অনুষ্ঠিত হয়।

ফলোআপ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের যশোর আঞ্চলিক সমন্বয়কারী খোরশেদ আলম।

গাংনী উপজেলা সমন্বয়কারী হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত ফলোআপ সভায় গাংনী উপজেলার ৪০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৪০ জন সহায়ক শিক্ষক অংশ নেন।  

এসব সহায়ক শিক্ষকবৃন্দ তাদের নিজ নিজ বিদ্যালয়ের কৈশোরকালীন ব্যবস্থাপনা উপস্থাপন করেন।  

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নুরানী ও বিপিএন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে ওয়াহেদুজ্জামান আসাদ প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান সময়ে মোবাইল ফোন আসক্তির ফলে মাধ্যমিক বিদ্যালয়গুলোর ছাত্র-ছাত্রীদের মধ্যে লেখাপড়ায় অমনোযোগীসহ বিভিন্ন ধরনের আচরণগত সমস্যা দেখা দিয়েছে। এ সব সমস্যা সমাধানে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। পাশাপাশি প্রতিটি বিদ্যালয়ে কৈশোরকালীন ব্যবস্থাপনা জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।