ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তেজগাঁও এলাকায় ইয়াবাসহ গ্রেপ্তার ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৪
তেজগাঁও এলাকায় ইয়াবাসহ গ্রেপ্তার ১

ঢাকা: রাজধানীর তেজগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে ১৫ হাজার ইয়াবা ট্যাবলেট ও মিনি ট্রাকসহ মোরশেদ কামাল নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) গুলশান বিভাগ।

শনিবার (২৭ জানুয়ারি) রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানার মহাখালী ফনিক্স টাওয়ারের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি গুলশান বিভাগের সহকারী কমিশনার (এসি) বার্নাড এরিক বিশ্বাস জানান, কক্সবাজার থেকে একটি মিনি ট্রাকে করে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট নিয়ে ঢাকায় এসেছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মোরশেদ কামালকে গ্রেপ্তার করা হয়। এ সময় ১৫ হাজার ইয়াবা ট্যাবলেট ও এসব পরিবহনে ব্যবহৃত একটি মিনি ট্রাক জব্দ করা হয়।

মোরশেদ কামালের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৪
পিএম/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।