ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে পিকেটিংয়ের চেষ্টা, দুই ছাত্রদল নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৩
চাঁদপুরে পিকেটিংয়ের চেষ্টা, দুই ছাত্রদল নেতা আটক

চাঁদপুর: সদরে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা হরতালের সমর্থনে মিছিল শেষে পিকেটিংয়ের চেষ্টা করলে ধাওয়া করে পুলিশ। এ সময় ইউনিয়ন ছাত্রদলের দুই নেতাকে আটক করা হয়।

রোববার (১৯ নভেম্বর) বিকেলে সদর উপজেলার চান্দ্রা ইউনিয়ন থেকে চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম উল্লাহ ও সঙ্গীয় সদস্যরা তাদেরকে আটক করেন।

আটকরা হলেন-সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের ছাত্রদল নেতা মো. সাকিব ও রবিউল।

স্থানীয়রা জানান, সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নে হরতালের সমর্থনে মিছিল শেষে পিকেটিংয়ের করলে ধাওয়া করে পুলিশ। এসময় ইউনিয়ন ছাত্রদল নেতা সাকিব ও রবিউলকে আটক করা হয়। তারা কিছু অটোরিকশা ভাঙচুর করার চেষ্টা করে এবং কয়েকজন অটোরিকশাচালককে মারধর করেন তারা ।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম জানান, আটকদের বিরুদ্ধে রাজনৈতিক মামলা রয়েছে। এদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৩
এজেডএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।