ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাজীপুরে বায়েজিত হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৩
গাজীপুরে বায়েজিত হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় ছয় বছরের শিশু বায়েজিদ হোসেন হত্যার প্রধান আসামি আরিফুল ইসলামকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৮ নভেম্বর ) দুপুরে টঙ্গীর বিসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামি আরিফুল পাবনার সুজানগরের ভাতশালা এলাকার তফিজ উদ্দিনের ছেলে।

নিহত শিশু গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকার খালেদ মাহমুদ রাসেলের ছেলে।

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) জামিউল হাসান সুমন জানান, গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় বাসা থেকে ১১ নভেম্বর বায়েজিদ নিখোঁজ হয়। পরে তাকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ ওই বাসার সিঁড়ির কোণায় লুকিয়ে রেখে পালিয়ে যায় আরিফুল। ১৩ নভেম্বর পুলিশ মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকে একই বাড়ির ভাড়াটিয়া আরিফুল পালাতক ছিল। তথ্য-প্রযুক্তির মাধ্যমে শনিবার দুপুরে টঙ্গী বিসিক এলাকা থেকে আরিফুলকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, রাগের মাথায় আরিফুল শ্বাসরোধ করে শিশু বায়েজিদকে হত্যা করে। পরে মরদেহ ওই বাসার সিঁড়িতে ফেলে তিনি পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ০৯৩২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৩
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।