ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৩
হবিগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু প্রতীকী ছবি

হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কুতুবের চক এলাকায় ট্রেনে কাটা পড়ে বিনয় পাল (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) সকালে সিলেট-চট্টগ্রাম রেলপথে এ ঘটনা ঘটে।

 

নিহত বিনয় পাল হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বড় সাকুয়া গ্রামের বিরেন্দ্র পালের ছেলে।  

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাব্বির আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, সকাল ৭টার দিকে বিনয় পাল রেলপথ ধরে হাঁটছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলবাহী ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে। নিহতের পরিবারের লোকজন খবর দেওয়া হয়েছে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, বিনয় পাল নবীগঞ্জের একটি সেলুনে চুল কাটার কাজ করতেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।