ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে পুলিশের অভিযানে নারীসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৩
বরিশালে পুলিশের অভিযানে নারীসহ আটক ২

বরিশাল: বরিশালে পুলিশের অভিযানে নারীসহ দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।

রোববার (৫ নভেম্বর) সকালে বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানাধীন ৩০ নম্বর ওয়ার্ডের কলাডেমা সেতু বন্ধন ক্লাব সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

আটক দুজন হলেন- বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের আনছার আলী হাওলাদারের ছেলে মো. সবুজ হাওলাদার (৩৮) ও নোয়াখালী উপজেলার সুধারাম থানাধীন জালিয়াল এলাকার মো. মাইনুদ্দীনের ছেলে মোসা. রুবি বেগম (৪৮)।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তানজিল বাংলানিউজকে জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২৩
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।