ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়া প্রেসক্লাবে একযোগে ২৫ সদস্যের পদত্যাগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
কুষ্টিয়া প্রেসক্লাবে একযোগে ২৫ সদস্যের পদত্যাগ

কুষ্টিয়া: কুষ্টিয়া প্রেসক্লাব থেকে এক যোগে চারজন আজীবন সদস্যসহ মোট ২৫ জন সদস্য তাদের সাধারণ সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন।

সোমবার (৩০ অক্টোবর) রাত ৮টায় কুষ্টিয়ার দৈনিক বাংলাদেশ বার্তার প্রকাশক ও সম্পাদক প্রবীণ সাংবাদিক আজীবন সদস্য আবদুর রশীদ চৌধুরীর নেতৃত্বে তারা পদত্যাগপত্র জমা দেন।

আনুষ্ঠানিকভাবে এ পদত্যাগপত্র গ্রহণ করেন কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর ও সাধারণ সম্পাদক এম জুবায়েদ রিপন।

পদত্যাগকারী সাংবাদিকরা জানান, ক্লাবের নির্বাহী কমিটি সভায় তাদের কোনো কথা, ক্লাবের স্বার্থ সংশ্লিষ্ট প্রস্তাব বা যুক্তিকে কোনো প্রকার তোয়াক্কা না করে নিজেদের ইচ্ছেমতো কর্মকাণ্ড করে আসছিল। এরই প্রতিবাদে তারা ক্লাবের সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।