ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সমাবেশে পুলিশের গুলিতে আহত কয়েকজন ঢামেকে

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৩
সমাবেশে পুলিশের গুলিতে আহত কয়েকজন ঢামেকে

ঢাকা: রাজধানীর কাকরাইল ও বিজয় নগর এলাকায় সংঘর্ষের সময় পুলিশের গুলিতে আহতসহ বেশ কয়েকজন আহত ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।  

আহতদের অধিকাংশই রাজধানীর আশপাশসহ অন্যান্য জেলা থেকে বিএনপির সমাবেশে অংশ নিতে আসেন।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, কাকরাইল ও বিজয় নগরে সংঘর্ষের ঘটনায় ১৫ থেকে ১৬ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এদের মধ্যে দুই একজন পুলিশের শটগানে গুলিতে আহত হয়েছেন।  

তিনি আরও জানান, সংঘর্ষের সময় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে। তারাও হাসপাতালে চিকিৎসা নিতে আসার কথা।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা আহতদের কয়েকজনের মধ্যে শহীদ সোহরাওয়ার্দী কলেজের ইসলামী ইতিহাসের মাস্টার্সের ছাত্র সজিব হোসেন (২২) নেত্রকোণা জেলা থেকে আবু সালেক (৩০) পটুয়াখালী থেকে মোহাম্মদ বিল্লাল (৩৫)।

আহত জানান, বিএনপির সমাবেশে অংশগ্রহণের সময় পুলিশের গুলিতে তারা আহত হয়। ঘটনার সময় তারা বিজয় নগর এলাকায় ছিলেন। পুলিশ তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তারা আহত হয়।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৩
এজেডএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ