ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাস্তার ইটের সলিং তুলে গোয়াল ঘরে ব্যবহারের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৩
রাস্তার ইটের সলিং তুলে গোয়াল ঘরে ব্যবহারের অভিযোগ

নীলফামারী: নীলফামারী জেলার চিলাহাটিতে সরকারি রাস্তার ইটের সলিং তুলে গোয়াল ঘরে নিয়ে গেছেন মমিনুল ইসলাম ওরফে দুন্দ নামে এক ব্যক্তি। এর প্রতিবাদ করায় মকবুল হোসেন নামে এক ব্যক্তিকে জুতাপেটা করার অভিযোগ উঠেছে ওই ব্যক্তির বিরুদ্ধে।

 

জানা গেছে জেলার চিলাহাটির কেতকেবাড়ী ইউনিয়নের সরকারপাড়া এলাকায় শামসুল হকের ছেলে মমিনুল ইসলাম ওরফে দুন্দ গত ১২ অক্টোবর ভোরে সরকারি রাস্তার ইটের সলিং তুলে বাড়িতে নিয়ে যান। এ সময় ফজরের নামাজ পড়তে আসা একই এলাকার মকবুল হোসেন সরকারি সলিং এর ইট নিয়ে যাওয়ায় বাধা দিলে দুন্দ তাকে স্যান্ডেল দিয়ে মারধর করেন। এ সময় তাদের চেঁচামেচিতে অনেক লোকজন জড়ো হয়।

এলাকাবাসী অভিযোগ করে বলেন, মমিনুল ইসলাম দুন্দ ভোর রাত থেকেই সরকারি রাস্তার সলিং এর ইট তুলে নিয়ে তার গোয়ালঘরে রাখেন।  

মকবুল  হোসেন বলেন, সরকারি রাস্তার ইট নিয়ে যাওয়ায় বাধা দেওয়ার আমাকে স্যান্ডেল দিয়ে মেরেছে।

সোমবার (১৬ অক্টোবর) সরেজমিনে গিয়ে দেখা যায় মমিনুল ইসলাম দুন্দর গোয়াল ঘরে সরকারি ইট। এ ব্যাপারে জানতে চাইলে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল আলম জানান, এ ব্যাপারে আমাকে কেউ অভিযোগ করেনি, ব্যাপারটি এই প্রথম আপনাদের মাধ্যমে জানলাম।  

মারধরের ব্যাপারে জানতে চাইলে কেতকীবাড়ি ইউপি চেয়ারম্যান রশিদুল ইসলাম রোমান জানান, ইট চুরি কিংবা মারধরের ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।