ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জাতির পিতার সমাধিতে বঙ্গবন্ধু পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের শ্রদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৩
জাতির পিতার সমাধিতে বঙ্গবন্ধু পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের শ্রদ্ধা

গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে বঙ্গবন্ধু পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের নেতৃবৃন্দ শ্রদ্ধা জানিয়েছেন।

শনিবার (১৪ অক্টোবর) দুপুরের দিকে সংগঠনের সভাপতি মির্জা এটিএম গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামানের নেতৃত্বে এ শ্রদ্ধা জানানো হয়।

 

পরে নেতারা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করেন।  

এ সময় বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদক একেএম এ মোতালেব, বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সিনিয়র সহ-সভাপতি মো. রায়হান মিয়া, সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. ইউনুস, সহ-সভাপতি খুলনা অঞ্চল তন্ময় কুমার বসু, গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি রাজিব আহমেদ তরফদার, সাধারণ সম্পাদক তন্ময় গোলদার সহ বিপুল সংখ্যক ডিপ্লোমা প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।  

পরে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু সমাধি সৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লেখে স্বাক্ষর করেন।  

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ