ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাইকগাছায় জ্বালানি তেলের ওজনে কম, লাখ টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২৩
পাইকগাছায় জ্বালানি তেলের ওজনে কম, লাখ টাকা জরিমানা

খুলন: খুলনার পাইকগাছায় জ্বালানি তেলের ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।  

মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলা সদরের দুটি প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিনের নেতৃত্বে  উপজেলা প্রশাসন ও বিএসটিআই খুলনা যৌথভাবে উপজেলা সদরের বিভিন্ন জ্বালানি তেল বিক্রয় প্রতিষ্ঠানে বিশেষ অভিযান পরিচালনা করে।  

এ সময় পেট্রল প্রতি ১০ লিটারে ৫২০ মিলি কম দেওয়ার অপরাধে পৌরসভার সরলস্থ আসিফ ফিলিং স্টেশনকে ৮০ হাজার টাকা ও ডিজেল প্রতি ১০ লিটারে ৪৫০ মিলি কম দেওয়ায় জিরোপয়েন্টস্থ উজ্জ্বল সরদারের জয় মা এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।  

উপস্থিত ছিলেন- বিএসটিআই খুলনার পরিদর্শক মো. রাকিব ইসলাম ও পেশকার মোহাম্মদ ইব্রাহিম।  

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২৩
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।