ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষকদের কর্মবিরতি-অবস্থান কর্মসূচি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৩
সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষকদের কর্মবিরতি-অবস্থান কর্মসূচি

ফরিদপুর: প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, সুপার নিউমারারি পদে পদোন্নতি, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নীতকরণ, অর্জিত ছুটি প্রদান, ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাদরাসা অধিদপ্তরের নিয়োগ বিধি বাতিলসহ নানা দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের বিসিএস সাধারণ শিক্ষা সমিতি।

সোমবার (০২ অক্টোবর) সকাল থেকে কলেজটির শিক্ষকরা এ কর্মবিরতি পালন করেন।

পরে দুপুর ১২ টার দিকে কলেজটির শহর ক্যাম্পাসের শহীদ মিনার চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

কর্মবিরতিতে ছিলেন- বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ফরিদপুর অঞ্চলের সহ-সভাপতি ও কলেজটির অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহা, শিক্ষা সমিতির ফরিদপুর অঞ্চলের নির্বাহী সদস্য গোলাম কিবরিয়া, নির্বাহী সদস্য প্রফেসর ড. রসময় কীর্তনীয়া, শিক্ষা সমিতির রাজেন্দ্র কলেজের ইউনিট কমিটির সভাপতি মুহাম্মদ আব্দুস সামাদ, সম্পাদক আইয়ুব আলী শেখ।

এছাড়াও এসময় কলেজটির বর্তমান শিক্ষক পরিষদের সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবু, সাবেক শিক্ষক পরিষদের সম্পাদক মো. আশরাফুল আজম শাকিলসহ কলেজের সব শিক্ষক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।