ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সালিশে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৩
সালিশে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত

দিনাজপুর: দিনাজপুরের বিরামপুরে পারিবারিক সালিশ বৈঠকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ওয়াসিম আলী (৩৭) নামের এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুইজন।

 

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার খানপুর ইউনিয়নের খোসালপুর গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় সাতজনকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ।  

নিহত ওয়াসিম খানপুর এলাকার ওয়াজেদ আলীর ছেলে। আহতরা হলেন- একই গ্রামের দেলোয়ার হোসেন (৩২), দবিরুল ইসলাম (৩৬)।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের খোসালপুর গ্রামের পারিবারিক সালিশ বৈঠকে বসে দুই পক্ষ। এ সময় বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে ওয়াসিম আলীকে ছুরিকাঘাতে আহত করা হয়। পরে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।  

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ফাহমিদা আক্তার বলেন, শুক্রবার রাত ১০টার দিকে ছুরিকাঘাতে আহত অবস্থায় তিনজন হাসপাতালে আসেন। এদের মধ্যে একজন হাসপাতালে আসার আগেই মারা গেছে। বাঁকি দুইজন চিকিৎসাধীন রয়েছে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।