ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের কনস্যুলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেনা বিটার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৩
ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের কনস্যুলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেনা বিটার

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের কনস্যুলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেনা বিটার বাংলাদেশ সফরে আসছেন।  

তিনি সোমবার (২৫ সেপ্টেম্বর) থেকে আগামী ২ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ ও পাকিস্তান সফর করবেন।

সোমবার (২৫ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, কনস্যুলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেনা বিটার সোমবার (২৫ সেপ্টেম্বর) থেকে আগামী ২ অক্টোবর পর্যন্ত ইসলামাবাদ, করাচি এবং ঢাকা সফর করবেন। সফরে তিনি দূতাবাস এবং কনস্যুলেট কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং কনস্যুলার কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।

রেনা বাংলাদেশ ও পাকিস্তান সফরে কনস্যুলার সমস্যা নিয়ে দু’দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। তার সফর বিদেশি মার্কিন নাগরিকদের সুরক্ষা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বৈধ ভ্রমণ ও অভিবাসনের সুবিধার্থে যুক্তরাষ্ট্রের গভীর ও টেকসই প্রতিশ্রুতির ওপর জোর দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৩
টিআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।