ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে জামায়াত-শিবিরের ৯ নেতাকর্মী গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৩
ঝিনাইদহে জামায়াত-শিবিরের ৯ নেতাকর্মী গ্রেপ্তার প্রতীকী ছবি

ঝিনাইদহ: ঝিনাইদহের তিন উপজেলা থেকে নাশকতার মামলায় জামায়াত-শিবিরের ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

মঙ্গলবার (২২ আগস্ট) রাত থেকে বুধবার (২৩ আগস্ট) দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে জেলার সদর, মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেফতাররা হলেন- মহেশপুর উপজেলা জামায়াতের আমির আব্দুল হাই, নায়েবে আমির ফকির আওলাদ, সদস্য আবু জাফর ও আলি আহমেদ।  

কোটচাঁদপুর উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে কুশনা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি ও ২ নম্বর ওয়ার্ড সভাপতি আলামিন হোসেন, ঝিনাইদহ সদর উপজেলার কালীচরনপুর ইউনিয়ন শিবির সভাপতি ইমরান হোসেন, শিবির সদস্য আব্দুস সামাদ ও বায়োজিদ হোসেন।

ঝিনাইদহের পুলিশ সুপার আজীম-উল আহসান জানান, রাতে জেলার ছয় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। সে সময় মহেশপুর থেকে চার, কোটচাঁদপুর থেকে দুই ও সদর উপজেলা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। বুধবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।  

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।