ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে সড়কে পড়েছিল এক ব্যক্তির মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, আগস্ট ৫, ২০২৩
রাজশাহীতে সড়কে পড়েছিল এক ব্যক্তির মরদেহ

রাজশাহী: রাজশাহীতে রাস্তার পাশে পড়েছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ।

শনিবার (৫ আগস্ট) বেলা ১২টার দিকে মহানগরীর হেতেমখাঁ কলাবাগান এলাকায় মরদহটি পাওয়া যায়।

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, ওই ব্যক্তির মরদেহটি কলাবাগান এলাকার দক্ষিণ-পশ্চিম দিকের রাস্তার পাশে পড়েছিল। পথচারীরা ওই পথে যাওয়ার সময় মরদেহটি দেখে থানায় খবর দেন। মৃতের আনুমানিক বয়স ৬৫-৭০ বছর হবে।  

মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে পাঠিয়েছে পুলিশ। শেষ পর্যন্ত তার পরিচয় না পাওয়া গেলে কোয়ান্টাম ফাউন্ডেশন বা  আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে বেওয়ারিশ হিসেবে মরদেহটি দাফন করা হবে।

ওসি জানান, মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাই ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত তার মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এ ঘটনায় থানায় আপাতত একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে। পাশাপাশি মরদেহের পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান- এই পুলিশ কর্মকর্তা।


বাংলাদেশ সময় : ০৫৪৫ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২৩

এসএস/ এমএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।