ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৩
রাজশাহীতে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ১ ফাইল ফটো

রাজশাহী: রাজশাহীতে ট্রাক ও পিকআপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার (১৪ জুলাই) দুপুরে রাজশাহীর কাটাখালী থানার মাহেন্দ্রা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম বাচ্চু মিয়া (৪৫)। তার বাড়ি রাজশাহী মহানগরীর হড়গ্রাম এলাকায়। তিনি একটি ওষুধ কোম্পানির পিকআপের চালক ছিলেন। একই ঘটনায় আহত ব্যক্তির নাম সোহেল রানা (৩০)। তার বাড়ি মহানগরীর তেরোখাদিয়া এলাকায়। তিনি ওষুধ কোম্পানির বিক্রয়কর্মী।

রাজশাহী মহাগরীর কাটাখালী থানার উপ-পরিদর্শক (এসআই) আজাহার উদ্দিন জানান, দুপুরে ট্রাকের সঙ্গে ওষুধ কোম্পানির পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনার পর সোহেল ও বাচ্চুকে স্থানীয়রা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক বাচ্চুকে মৃত ঘোষণা করেন। সোহেল চিকিৎসাধীন।

বিকেলে আইনগত প্রক্রিয়া শেষে বাচ্চুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হবে বলেও জানান কাটাখালী থানার এ পুলিশ কর্মকর্তা। #

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৩
এসএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।