ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তরুণীদের প্রেমের ফাঁদে ফেলে নগ্ন ভিডিও ধারণ, যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৩
তরুণীদের প্রেমের ফাঁদে ফেলে নগ্ন ভিডিও ধারণ, যুবক আটক আটক আকাশ সরদার

বরিশাল: বরিশালে তরুণীদের প্রেমের ফাঁদে ফেলে কৌশলে ফুসলিয়ে নগ্ন ভিডিও সংগ্রহকারী প্রতারক চক্রের সদস্য সেই আকাশ সরদারকে (২১) আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

আটক আকাশ সরদার বরিশাল নগরীর মুন্সি গ্রেজ সংলগ্ন অক্সফোর্ড মিশন রোড এলাকার বাসিন্দা ও বরিশাল টেকনোক্রাটস পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার ডিপার্টমেন্টের পঞ্চম পর্বের শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বরিশাল ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদর দপ্তরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য  জানিয়েছেন এপিবিএন পুলিশের কমান্ডিং অফিসার (অ্যাডিশনাল ডিআইজি) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা।

এপিবিএন পুলিশের কমান্ডিং অফিসার (অ্যাডিশনাল ডিআইজি) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা জানান, অভিযুক্ত আকাশ সরদার (২১) গাজীপুরের এক তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে কৌশলে ফুসলিয়ে নগ্ন ভিডিও সংগ্রহ করে তার কাছে টাকা দাবি করে এবং টাকা না দিলে ওই নগ্ন ভিডিও ফেসবুকে ও মেসেঞ্জারে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এ সময় তরুণীকে ভয় দেখিয়ে দুই ধাপে মোট ৩ হাজার টাকা বিকাশের মাধ্যমে গ্রহণ করে। পরে আরও টাকার জন্য হুমকি দেয়। এ পর্যায়ে টাকা না পেয়ে সেই নগ্ন ভিডিও তরুণীর ভাই ও বান্ধবীদের মেসেঞ্জারে পাঠায়। পরে তরুণীর অভিযোগের প্রেক্ষিতে সাইবার ক্রাইম টিম জাতীয় জরুরি সেবা ৯৯৯ সাইবার থেকে অভিযোগ পেয়ে কাজ শুরু করে বরিশাল ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

তিনি আরও জানান, গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও পর্নোগ্রাফি আইনে গাজীপুর সদর থানায় মামলা করা হবে।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৩
এমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।