ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৪ ঘণ্টা, জুন ২১, ২০২৩
মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘ ১১ বছর পর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ব্যবসায়ী মো. নুরে আলম মিয়া ওরফে আলমকে (৩৯) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (২০ জুন) খিলগাঁও থানাধীন নন্দীপাড়া এলাকায় র‌্যাব-৩ ও র‌্যাব-১৪ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, গ্রেপ্তার আলমের বিরুদ্ধে কুমিল্লার দাউদকান্দি থানায় ২০১২ সালের ২৮ জানুয়ারি একটি মাদক মামলা দায়ের করা হয়। মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আলমকে ২০২০ সালে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

কিন্তু মামলা দায়েরের পর থেকেই আলম দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছিল। তার বিরুদ্ধে পরবর্তি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৯৩২ ঘণ্টা, জুন ২১, ২০২৩
পিএম/ এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।