ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে মহাসড়কে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৩
যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে মহাসড়কে

সাভার (ঢাকা): ঈদুল ফিতর পালন করতে পোশাক কারখানাগুলোর কর্মব্যস্ত মানুষ বাড়ি ফিরতে শুরু করেছেন। তাই ঈদ যাত্রার চতুর্থ দিনে এসে স্বাভাবিকের তুলনায় যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে সাভারের মহাসড়কগুলোতে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুর থেকেই সাভারের ঢাকা-আরিচা মহাসড়ক, নবীনগর-চন্দ্রা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানবাহনের জটলা দেখা গেছে।

এছাড়া টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের কিছু অংশে যানজট দেখা গেছে।

নবীনগর, বাইপাইল, বিশমাইল এলাকা ঘুরে মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ বাড়তে দেখা গেছে।

ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান বাংলানিউজকে বলেন, ঈদে ঘরমুখো মানুষকে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষে ঈদের ছুটির আগে থেকেই মহাসড়ক পরিদর্শন করে নানা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। প্রতি বছরের চেয়ে এবার পর্যাপ্ত পরিমাণে জেলা পুলিশ ট্রাফিক পুলিশের পাশাপাশি মহাসড়কের বিভিন্ন স্থানে স্পেশাল ফোর্স রাখা হয়েছে। আমরা চেষ্টা করছি শিল্পাঞ্চলের শ্রমিক ভাইদের যাত্রা যেন সুন্দর এবং সুশৃঙ্খল হয়।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৩
এসএফ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।