ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক স্বাস্থ্যসেবা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৩
মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক স্বাস্থ্যসেবা শুরু

টাঙ্গাইল: টাঙ্গাইলের ১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘বৈকালিক স্বস্থ্যসেবা’ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বেলা আড়াইটায় ভার্চুয়াল এ বৈকালিক স্বাস্থ্যসেবার উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক।

এ সময় টাঙ্গাইল থেকে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো মিনহাজ উদ্দিন মিয়া, মধুপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরোয়ার আলম খান আবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইদুর রহমান।

বৈকালিক স্বস্থ্যসেবার মধ্যমে এখন থেকে প্রতিদিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্ধারিত ফি দিয়ে চিকিৎসা সেবা নিতে পারবেন রোগীরা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানা গেছে, প্রফেসর চিকিৎসকের ফি হবে ৫০০ টাকা। সহযোগী অধ্যাপকের ফি ৪০০ টাকা। সহকারী অধ্যাপক পাবেন ৩০০ টাকা। আর এমবিবিএস চিকিৎসকের ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।

একজন অধ্যাপক সপ্তাহে দুই দিন, সহযোগী অধ্যাপক দুই দিন, সহকারী অধ্যাপক দুই দিন রোগী দেখবেন। দুপুরের পরেও হাসপাতাল থেকে সল্পমূল্যে প্রয়োজনীয় রোগ নির্নয় করতে পারবেন।

বৃহস্পতিবার বৈকালিক স্বাস্থ্যসেবা প্রদান করেন ডা. অতসী চন্দ।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।