ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মগবাজারে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৪ ঘণ্টা, মার্চ ২২, ২০২৩
মগবাজারে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর মগবাজারে বাসচাপায় আনিসুল হক সাকি (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি জজ কোর্টের শিক্ষানবীশ আইনজীবী ছিলেন।

 

বুধবার (২২মার্চ) সন্ধ্যা ৭টার দিকে মগবাজার রাশমনো হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

নিহত সাকি কিশোরগঞ্জ সদর উপজেলার ভোলাই গ্রামের আব্দুস সালামের ছেলে। বর্তমানে দক্ষিণখান জয়নাল মার্কেট এলাকায় থাকতেন।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যার দিকে ওই যুবক মোটরসাইকেল যোগে  ফ্লাইওভার দিয়ে নামছিলেন। এ সময় লাব্বায়েক নামের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন ওই যুবক। ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এসআই আরও জানান, সাকির বড় বোন ইশরাত জাহানের বাসা হাতিরঝিল সোনালীবাগে। সন্ধ্যায় দক্ষিণখানের বাসা থেকে মোটরসাইকেল চালিয়ে বোনের বাসায় আসছিল। মগবাজার রাশমনো হাসপাতালের সামনে আসলে দুর্ঘটনার শিকার হোন।

বাংলাদেশ সময়: ২৩১৩ ঘণ্টা, মার্চ ২২, ২০২৩
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।