ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কাশিয়ানীতে ট্রাকচাপায় ভ্যানচালকসহ নিহত ২         

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, মার্চ ২০, ২০২৩
কাশিয়ানীতে ট্রাকচাপায় ভ্যানচালকসহ নিহত ২
        

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ট্রাকের চাপায় ভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরেক যাত্রী।

 

সোমবার (২০ মার্চ) বিকেল ৩টার দিকে মধুমতি ব্রিজ বাইপাস সড়কের বরাশুর এলাকায় (কালনা ফেরিঘাট সড়ক) এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের পারকরফা গ্রামের ব্যাটারি চালিত ভ্যানচালক ইকরাম শেখ (৫৫) ও একই ইউনিয়নের শংকরপাশা গ্রামের ভ্যানযাত্রী আহাদ সরদার (৪৫)।

আহত ভ্যানযাত্রী শংকরপাশা গ্রামের চুন্নু সরদারকে (৪০) কাশিয়ানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) দেওয়ান সাদেকুল ইসলাম জানান, ইকরাম শেখ নড়াইলের লোহাগড়া থেকে ব্যাটারি চালিত ভ্যান নিয়ে কাশিয়ানীর ভাটিয়াপাড়া বাজারে যাচ্ছিলেন। পথে বরাশুর এলাকায় বিপরীতমুখি একটি বালুর ট্রাক তাদের ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ইকরাম শেখ মারা যান এবং ভ্যানের দুই যাত্রী আহত হন। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা ১০০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আহাদ সরদারকে মৃত ঘোষণা করেন। আহত অন্যজন ওই হাসপাতালে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, মার্চ ২০, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।