ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, মার্চ ৯, ২০২৩
না.গঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জ: যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নাসহ সব রাজবন্দিদের মুক্তির দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল।

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল করেন যুবদলের নেতাকর্মীরা।

মিছিলটি চাষাঢ়া কেন্দ্রীয় রেলওয়ে স্টেশনের সামনে থেকে শুরু হয়ে চাষাঢ়া চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।  

এতে বক্তব্য দিতে গিয়ে রনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নাসহ সব রাজবন্দিদের নিঃশর্ত মুক্তির দাবির করেন।  

তিনি বলেন, একজন মুন্নাকে বন্দি করে আন্দোলন থামানো যাবে না। এখন ঘরে ঘরে মুন্নারা প্রতিবাদের ঝড় তুলবে। আমরা মানুষের ভোটাধিকার রক্ষায় রাজপথে আন্দোলন-সংগ্রাম করছি। অবিলম্বে নেতাদের মুক্তি দিতে হবে।

এ সময় জেলা যুবদল, বিভিন্ন থানা ও পৌরসভা যুবদলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এতে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, মার্চ ০৯, ২০২৩
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।