ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে গাঁজাসহ দম্পতি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, মার্চ ৪, ২০২৩
বরিশালে গাঁজাসহ দম্পতি আটক

বরিশাল: বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের জিরো পয়েন্ট এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ এক দম্পতিকে আটক করেছে মেট্রোপলিটন বন্দর থানা পুলিশ।

শনিবার (৪ মার্চ) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের উপ-পরিদর্শক (এসআই) তানজিল হোসেন।

আটকরা হলেন- চরকাউয়া ইউনিয়নের বাসিন্দা মো. আলী হোসেন শরীফের ছেলে মো. রাজু শরীফ (৩৩) ও স্ত্রী মোসা. লাকী আক্তার (৩০)।

এসআই তানজিল হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (৩ মার্চ) রাতে পৌনে ৯টার দিকে ৭ নম্বর চরকাউয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, মার্চ ০৪, ২০২৩
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।