ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

পশুর নদীতে মিলল অজ্ঞাত নারী-পুরুষের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, মার্চ ১, ২০২৩
পশুর নদীতে মিলল অজ্ঞাত নারী-পুরুষের মরদেহ

বাগেরহাট: বাগেরহাটের পশুর নদী থেকে ২৪ ঘণ্টার ব্যবধানে অজ্ঞাত দুই নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

বুধবার (১ মার্চ) দুপুরে স্থানীয়দের খবরের ভিত্তিতে রামপাল উপজেলার রোমজাইপুর গ্রাম সংলগ্ন পশুর নদী থেকে নৌ পুলিশের সদস্যরা অজ্ঞাত (৪০) পরিচয় এক পুরুষের মরদেহ উদ্ধার করে।

 

এসময় মরদেহের পরনে কালো প্যান্ট ও হালকা কালো রংয়ের ফুলহাতা গেঞ্জি ছিল। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বিষয়টি নিশ্চিত করে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামস উদ্দিন বলেন, মরদেহের পরিচয় জানার জন্য বিভিন্ন থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে। মরদেহটি কিভাবে কোথা থেকে আসলো, তা জানতে কাজ শুরু করেছে পুলিশ।

এর আগে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে সুন্দরবন সংলগ্ন পশুর নদী থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করে নৌপুলিশ।  

এসময় ওই নারীর গলায় মোটা দড়ি বাঁধা ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহটি খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছেন দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল কুমার দত্ত।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, মার্চ ০১, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।