ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

বাবাকে খুনের দায়ে ছেলে গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
বাবাকে খুনের দায়ে ছেলে গ্রেফতার

ময়মনসিংহ: সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে ময়মনসিংহের সদর উপজেলায় বাবাকে কুপিয়ে হত্যার দায়ে ছেলে আ. মতিনকে (৩৫) গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

গ্রেফতার আসামিকে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরের দিকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাতে জেলার ফুলপুর উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।  

জেলার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের নিহত জয়নুদ্দিনের দুই সংসারের সন্তানদের মধ‍্যে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। গত ১৪ ফেব্রুয়ারি ভোরের দিকে ধান ক্ষেতে পানি দিচ্ছিলেন জয়নুদ্দিন। সম্পত্তি নিয়ে বিরোধের জেরে তারই ছেলে আ. মতিন তাকে পেছন থেকে দা দিয়ে কোপ দিয়ে হত্যা করে পালিয়ে যান। এ ঘটনার পর নিহতের অপর স্ত্রীর ছেলে শাকিব বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় হত‍্যা মামলা দায়ের করেন। ওই মামলায় মতিনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠোনো হয়।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।