ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিদ্ধিরগঞ্জে ২৮ কেজি গাঁজাসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
সিদ্ধিরগঞ্জে ২৮ কেজি গাঁজাসহ আটক ১

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২৮ কেজি গাঁজাসহ সেলিম শিকদার (৪২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৩ এর সদস্যরা।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব-৩।

এর আগে দুপুরের দিকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থেকে একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।

আটক সেলিম মুন্সিগঞ্জের বাগাইকান্দির মৃত আব্দুল মজিদ শিকদারের ছেলে।  

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক কারবারির সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন আটক সেলিম। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এছাড়া তার সঙ্গে

মাদক বেচা-কেনায় একাধিক সিন্ডিকেট জড়িত রয়েছে বলেও জানিয়েছেন তিনি। তার তথ্যের ভিত্তিতে সিন্ডিকেটটির অন্য সদস্যদেরও আটকে র‌্যাবের অভিযান চলমান।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
এমআরপি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।