ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীতে বিদ্যুতের তারে ঝুলন্ত মরদেহের পরিচয় মিলেছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
রাজধানীতে বিদ্যুতের তারে ঝুলন্ত মরদেহের পরিচয় মিলেছে

ঢাকা: রাজধানী উত্তরায় বিদ্যুতের তারে ঝুলে থাকা অজ্ঞাতনামা এক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে সংগ্রহ করা ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার নাম জানা যায়।

নিহত ব্যক্তির নাম শিপন বলে জানা গেছে। বাড়ি জামালপুর।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে এ তথ্য নিশ্চিত করেন উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) ইজাহার আলী।

তিনি জানান, আজ (১১ ফেব্রুয়ারি) সকালের দিকে উত্তরার ৪ নম্বর সেক্টরের ৭ নম্বর রোডের পপুলার হাসপাতাল ও ডাচ বাংলা ব্যাংকের দুই ভবনের মধ্যখান থেকে ওই ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। দুই ভবনের মাঝে মৃত অবস্থায় বিদ্যুতের তারে ঝুলে ছিল মরদেহটি। ধারণ করা হচ্ছে, রাতের বেলায় ওই যুবক কোনোভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রোজিনা ইসলাম জানান, আজ (১১ ফেব্রুয়ারি) সকালে সংবাদ পেয়ে উত্তরা ৭ নম্বর রোড এলাকায় বৈদ্যুতিক তারে ঝুলে থাকা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

এসআই ইজাহার আলী জানান, সিআইডি পুলিশ মরদেহ থেকে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে তার নাম শিপন বলে জানতে পারে। বাবার নাম দুলাল। জামালপুর সদর উপজেলা এলাকার বাসিন্দা।

মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
এজেডএস/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।