ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

তালায় নবজাতকের মরদেহ উদ্ধার, আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
তালায় নবজাতকের মরদেহ উদ্ধার, আটক ২ প্রতীকী ছবি

সাতক্ষীরা: সাতক্ষীরার তালায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করা হয়েছে।

 

শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার মাগুরা বাজারের একটি দোকানের পেছনের সিঁড়িঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  

আটকরা হলেন- উপজেলার মাগুরা এলাকার ঝরনা খাতুন (৩৫) ও মো. আল-আমিন (২৮)।

স্থানীয়রা জানান, সকাল ১১টার দিকে মাগুরা বাজারের একটি লেদের দোকানের পেছনের সিঁড়ি ঘরে নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় জানানো হয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।  

তালা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম আজাদ জানান, উদ্ধার হওয়া নবজাতকের মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য ঝরনা ও আল-আমিন নামে দু’জনকে থানায় নিয়ে আসা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।