ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

পানির ট্যাংকির নিচে চাপা পড়ে ব্যবসায়ীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৩

বরিশাল: বরিশালের উজিরপুরে পানির ট্যাংকির নিচে চাপা পড়ে মো. মার্শাল মৃধা (৪৮) নামে এক ডিস ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।  

রোববার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার বড়াকোটা ইউনিয়নের নারকৈলি গ্রামে এ ঘটনা ঘটেছে।

মৃত মো. মার্শাল মৃধা (৪৮) নারিকেলি গ্রামের মৃত শাজাহান মৃধার ছেলে।

বরাকোঠা ইউপির সদস্য মিজানুর রহমান খান মহব্বত বলেন, মার্শালের টিনসেট ঘরের দুইটি আড়ার উপর এক হাজার লিটার ধারণ ক্ষমতার পানির ট্যাংকি রয়েছে। মাগরিবের আযানের পূর্ব মুহুর্তে ট্যাংকিতে পানি তুলতে মোটর চালু করে। পরে একটি কাঠের মই দিয়ে কতটুকু পানি উঠেছে দেখতে উঠে সে। এ সময় মইয়ের একটি পায়া ভেঙ্গে যায়। তখন আড়া ধরে নিজেকে রক্ষার চেষ্টা করতে গেলে পানির ট্যাংকির নিচে চাপা পড়ে মার্শাল।

ইউপি সদস্য মহব্বত বলেন, মার্শালের স্ত্রীর ডাকচিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে উদ্ধার করে। কিন্তু এর আগেই তার মৃত্যু হয়েছে। তাদের ঘরে কোনো সন্তান নেই।

উজিরপুর মডেল থানার ওসি কামরুল আহসান বলেন, ঘটনা শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। কোনো অভিযোগ পেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২৩
এমএস/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।