ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে জ্বীনের বাদশা ও সহযোগী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
টাঙ্গাইলে জ্বীনের বাদশা ও সহযোগী আটক

টাঙ্গাইল: টাঙ্গাইলে জ্বীনের বাদশা ও তার সহযোগীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৪ ও ৮)।  

সোমবার (৩০ জানুয়ারি) সকালে ভোলা জেলার বোরহান উদ্দিন থানা এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

টাঙ্গাইলের র‌্যাব-১৪ এর তিন নম্বর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানান।

আটক জ্বীনের বাদশা ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার চকঢোষ এলাকার বাসিন্দা আবুল কাশেম মাতাব্বরের ছেলে কবিরাজ আকবর আলী ওরফে রাশেদ মাতাব্বর (২৭) ও তার সহযোগী একই এলাকার জলিল মাতাব্বরের ছেলে মিরাজ (২৮)।

র‌্যাব জানায়, গত বছরের ২০ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত জেলার কালিহাতী উপজেলার ছিলিমপুর গ্রামের এক প্রবাসীর স্ত্রীকে প্রতারণার ফাঁদে ফেলে জ্বীনের বাদশা কবিরাজ আকবর আলী বিকাশ ও নগদের মাধ্যমে প্রায় সাড়ে ৭ লাখ টাকা হাতিয়ে নেয়। এরপর জ্বীনের বাদশা আকবর আলী মোবাইল বন্ধ করে দেয়। একপর্যায়ে ভুক্তভোগী ওই গৃহবধূ র‌্যাবের কাছে অভিযোগ দেয়। পরে টাঙ্গাইল র‌্যাব-১৪ ও ভোলা র‌্যাব-৮ প্রতারক চক্রকে আটক করতে যৌথ অভিযানে নামে। বিভিন্ন জায়গায় অভিযানের পর ভোলা জেলার বোরহান উদ্দিন থানা এলাকা থেকে মূল অভিযুক্ত কবিরাজ আকবর আলী ও তার সহযোগীকে আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বলেন, তাদের টার্গেট ছিল গ্রামের সহজ-সরল সাধারণ মানুষ। এসব মানুষকে ফাঁদে ফেলে তারা মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে আটকদের বিরুদ্ধে কালিহাতী থানায় সোমবার (৩০ জানুয়ারি) মামলা দায়ের করেন। আসামিদের কালিহাতী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।