ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

যাবজ্জীবন সাজার ভয়ে ১৭ বছর ধরে পলাতক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৩
যাবজ্জীবন সাজার ভয়ে ১৭ বছর ধরে পলাতক

ময়মনসিংহ: মানিকগঞ্জ থেকে মস্তকবিহীন দেহ এবং টাঙ্গাইল থেকে খণ্ডিত মস্তক উদ্ধারের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল কুদ্দুসকে (৪১) ১৭ বছর পর আটক করেছে র‌্যাব-১৪।  

রোববার (২৯ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ নগরীর আকুয়াস্থ র‌্যাব-১৪ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব ১৪ এর অধিনায়ক মহিবুল ইসলাম খান।

সংবাদ সম্মেলনে তিনি জানান, ২০০৬ সালের মে মাসে মানিকগঞ্জ জেলার সাটুরিয়ার বেতুলিয়া গ্রামে এক ব্যক্তিকে হত্যা করে মানিকগঞ্জের সাটুরিয়ায় দেহ এবং টাঙ্গাইলের নাগরপুরে খণ্ডিত মস্তক ফেলে পালিয়ে যায় অজ্ঞাত আসামিরা।  

এ ঘটনায় ওই মাসের ২১ মে সাটুরিয়া থানার এসআই আব্দুল জলিল বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার দীর্ঘ তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা সাতজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।  

মামলায় ২০২১ সালের ৫ ডিসেম্বর মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।  

এই র‍্যাব কর্মকর্তা আরও জানান, মামলা হওয়ার পর থেকেই আসামি তার নাম ও ঠিকানা পরিবর্তন করে গত ১৭ বছর ধরে পলাতক ছিলেন।  

এ ঘটনায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে গাজীপুর জেলার শ্রীপুর বহেরার চালা এলাকা থেকে তাকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।