ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিবচরে ৫ ব্যবসায়ীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
শিবচরে ৫ ব্যবসায়ীকে জরিমানা

মাদারীপুর: নানা অনিয়মের দায়ে মাদারীপুরের শিবচর পৌর বাজারের মিষ্টির চারটি দোকান ও খাবারের একটি হোটেলের মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

বুধবার (২৫ জানুয়ারি) দুপুরের দিকে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রিয়াজুল রহমান।

 

অভিযানকালে শিবচর উপজেলা সেনেটারি ইন্সপেক্টর ফজলুল হক ও শিবচর থানার পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।  

জানা গেছে, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রিসহ নানা অভিযোগের ভিত্তিতে পৌর বাজারে রুদ্র রেস্টুরেন্টকে পাঁচ হাজার, অধিকারী মিষ্টান্ন ভাণ্ডারকে তিন হাজার, ঘোষ মিষ্টান্নকে দুই হাজার, গোবিন্দ ঘোষকে দুই হাজার ও ইসলাম সুইটমিটকে এক হাজারসহ মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াজুল রহমান এ তথ্য নিশ্চিত করেন বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।