ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

কাউনিয়ায় শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
কাউনিয়ায় শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

রংপুর: রংপুরের কাউনিয়ায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় ৫৮ বছর বয়সী মোফাজ্জল হোসেন মোকা নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২১ জানুয়ারি) দুপুরে মোফাজ্জল হোসেন মোকাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার (২০ জানুয়ারি) বিকেলে ঘটনাটি ঘটে। পরে এদিন মধ্যরাতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোফাজ্জল হোসেন মোকা উপজেলার ঢুষ মারা চরের বাসিন্দা মৃত হযরত আলীর ছেলে।

মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে কাউনিয়ার তিস্তা নদীর ঢুষ মারার চরের কোলায় খেলতে যায় স্থানীয় সাত বছর বয়সী শিশুটি। এ সময় সেখানে একই এলাকার মোফাজ্জল হোসেন মোকা তাকে ধর্ষণ করেন।  

বিষয়টি ওই পথ দিয়ে যাওয়ার সময় এক গৃহবধূ দেখে ফেলেন। এসময় তার চিৎকারে লোকজন ছুটে এসে শিশুটিকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনতাসের বিল্লাহ জানান, এ ঘটনায় শিশুটির বাবা কাউনিয়া থানায় একটি মামলা করেছেন। সেই মামলায় শুক্রবার মধ্যরাতে তোফাজ্জল হোসেনকে গ্রেফতার করা হয়। শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।