ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

২৪ মাদক মামলার আসামি রুপার ৬ মাসের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
২৪ মাদক মামলার আসামি রুপার ৬ মাসের কারাদণ্ড

নীলফামারী: নীলফামারীতে ২৪ মামলার আসামি মাদক সম্রাজ্ঞী সহিদা বেগম রুপা (৪০)কে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।  

সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে ভ্রাম্যমাণ আদালত তার বাড়িতে অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালত রুপাকে ছয় মাসের কারাদণ্ড ও একশত টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি।

জেলার ডোমার শহরের ছোট রাউত কাজিপাড়া এলাকার মৃত. মিজানুর রহমানের স্ত্রী রুপা।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, বিকেলে ডোমার থানা পুলিশ এবং সহকারী কমিশনার (ভূমি) যৌথ অভিযান পরিচালনা করা হয় রুপার বাড়িতে। এ সময় তাঁর নিকট থেকে ৮ পুড়িয়া গাঁজা ও ৫ পিচ ইয়াবা পাওয়া যায়।  

তিনি আরও বলেন, রুপার বিরুদ্ধে আদালতে ২৪টি মামলা বিচারাধীন রয়েছে। সবগুলো মাদক সংক্রান্ত মামলা। সোমবার রাত সাড়ে ৮টার দিকে রুপাকে নীলফামারী জেলা কারাগারে প্রেরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।