ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কারেন্ট জালসহ আটক ব্যবসায়ীর কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
কারেন্ট জালসহ আটক ব্যবসায়ীর কারাদণ্ড

বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলায় অভিযান চালিয়ে অবৈধ কারেন্টজালসহ আটক আব্দুর রহিম সিকদারকে (৪০) এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি জব্দ করা তিন লাখ মিটার অবৈধ কারেন্টজাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আব্দুর রহিম উজিরপুর পৌরসভার সিকদারপাড়া এলাকার বাসিন্দা আলমগীর সিকদারের ছেলে। পেশায় তিনি একজন সুপা ব্যবসায়ী।

উপজেলা মৎস কর্মকর্তা মো. সাইদুজ্জামান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিয়া তানজিনের নেতৃত্বে সিকদার পাড়ার আলমগীর সিকদারের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তিন লাখ মিটার অবৈধ কারেন্টজালসহ আব্দুর রহিমকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি জব্দ করা কারেন্ট জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

উজিরপুর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলামের নেতৃত্বে অভিযানে পুলিশ সদস্যরা সহায়তা করেন।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, জানুয়া‌রি ১৬, ২০২৩
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।