ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শীতবস্ত্র পেলেন মেঘনার উপকূলীয় ৩ হাজার শীতার্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
শীতবস্ত্র পেলেন মেঘনার উপকূলীয় ৩ হাজার শীতার্ত

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরের মেঘনার উপকূলীয় এলাকার এমন ৭-৮টি স্থানে প্রায় তিন হাজার দরিদ্র ও প্রতিবন্ধী শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শীতের পোশাক বিতরণ করা হয়েছে। নদী ভাঙা মানুষের অধিকার নিয়ে সোচ্ছার সামাজিক সংগঠন কমলনগর রামগতি বাঁচাও মঞ্চ সংগঠনের আয়োজনে এসব বিতরণ করা হয়।

সংগঠনের আহবায়ক বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুস সাত্তার পলোয়ান তার ব্যক্তিগত উদ্যোগে এসব বিতরণ করেন।

গত শনিবার (০৭ জানুয়ারি) থেকে শুরু হয়েছে তার এ কার্যক্রম। সপ্তাহব্যাপি তিনি কমলনগরের মেঘনার উপকূল সংলগ্ন মাতাব্বরহাট, ইসলামগঞ্জ বাজার, পাটারিরহাট, খায়েরহাট, চরফলকন এবং জনতা বাজারের আশপাশের এলাকার প্রতিবন্ধী ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে এসব শীতবস্ত্র তুলে দেন।

আবদুস সাত্তার পলোয়ান বাংলানিউজকে বলেন, সারাদেশের তুলনায় রামগতি-কমলনগর উপজেলার নদী ভাঙনের শিকার হওয়া মানুষগুলো শীতে বেশি ভুগছেন। কিন্তু তাদের শীতবস্ত্র কেনার সামর্থ নেই। এমন পুরুষ-নারী, শিশুর সন্ধান করে আমরা তাদের বাড়ি গিয়ে শীতবস্ত্র পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এটি অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।