ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিবালয়ে গাঁজাসহ নারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৩
শিবালয়ে গাঁজাসহ নারী আটক

মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয়ে অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ শাহানাজ আক্তার ইতি (২৭) নামে এক নারীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের একটি টিম।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেলের দিকে উপজেলার দশচিড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

 

আটক শাহানাজ আক্তার ইতি ওই এলাকার রুবেল ড্রাইভারের স্ত্রী।

জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের ইনচার্জ মো. রাসেল আলী বলেন, শিবালয় উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দশচিড়া এলাকায় মাদক বিক্রেতা রুবেল ড্রাইভারের বাড়িতে অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ তার স্ত্রীকে আটক করা হয়। এ সময় রুবেল কৌশলে পালিয়ে যায়। পরে আটক ইতি ও তার স্বামী পলাতক রুবেল ড্রাইভারকে আসামি করে শিবালয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।