ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

ত্বকের জেল্লা বাড়াবে মধুর ৩ ফেসপ্যাক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, জুলাই ৭, ২০২৪
ত্বকের জেল্লা বাড়াবে মধুর ৩ ফেসপ্যাক

মধুর মধ্যে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা মুক্ত রেডিকেলের সঙ্গে লড়াই করে ত্বককে ক্ষতির হাত থেকে রক্ষা করে। এছাড়া মধুর মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে, যা ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে।

ত্বকের ক্ষত নিরাময়ে সাহায্য করে মধু।  

নিয়মিত মুখে মধু মাখলে ত্বকের হাজারো সমস্যা কমে যায়। মধু ত্বকের ওপর ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। ত্বকের যত্নে মধুকে আপনি বিভিন্ন উপায়ে ব্যবহার করতে পারেন। মধু ফেসপ্যাক হিসেবে ব্যবহার করলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়। মধুর সঙ্গে অন্যান্য প্রাকৃতিক উপাদান মিশিয়ে আপনি ফেসপ্যাক বানাতে পারেন। তাহলে দেখে নিন মধুর তিন ফেসপ্যাক।

* এক চামচ ডিমের সাদা অংশের সঙ্গে এক চামচ মধু মিশিয়ে নিন। এই ফেসপ্যাক ত্বকে লাগানো আগে ভালো করে মুখ ধুয়ে মুছে নিন। ফেসপ্যাক লাগিয়ে ১৫-২০ মিনিট রাখুন, তারপর মুখ ধুয়ে ফেলুন। এটি ফেসপ্যাক আপনার ত্বককে হাইড্রেটেড রাখবে।  

* ত্বককে এক্সফোলিয়েট করতে ২ চামচ মধুর সঙ্গে ১ চামচ লেবুর রস মিশিয়ে মুখে লাগান। এই ফেসপ্যাক ১৫-২০ মিনিট ত্বকে লাগিয়ে রাখার পর, মুখ ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক আপনার ত্বকের জেল্লা বাড়িয়ে দেবে। পাশাপাশি ডার্ক স্পট কমিয়ে দেবে।

* ১ চামচ মধুর সঙ্গে ১ চামচ বেকিং সোডা মিশিয়ে ত্বকের ওপর লাগান। হালকা হাতে ২ মিনিট স্ক্রাব করুন। তারপর মিশ্রণ মুখে লাগিয়ে রাখুন ৫-১০ মিনিট। তারপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি ফেসপ্যাক আপনার মুখ থেকে সব মরা চামড়া দূর হবে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জুলাই ০৭, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।