ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

আন্তর্জাতিক

গ্রাহককে ২.৩ ট্রিলিয়ন ইউরো ক্ষতিপূরণ দিল বিদ্যুৎ বিভাগ!

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২২
গ্রাহককে ২.৩ ট্রিলিয়ন ইউরো ক্ষতিপূরণ দিল বিদ্যুৎ বিভাগ! প্রতীকী ছবি

ঝড়ে বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছিল। তাই বিদ্যুৎ বিভাগের কাছে ক্ষতিপূরণ চেয়েছিলেন গ্রাহক গ্যারেথ হিউজ।

সামান্য অর্থে সেই কাজ করা গেলেও যুক্তরাজ্যের ওই গ্রাহককে দেওয়া হয় ২.৩ ট্রিলিয়ন ইউরোর একটি চেক। সেই চেক পেয়ে বিদ্যুৎ বিভাগকে কৃতজ্ঞতাও জানান তিনি।  

ব্রিটিশ সংবাদমাধ্যম দি ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়, চেকের ছবি যুক্ত করে একটি টুইট করেন গ্যারেথ হিউজ। সেই টুইট অল্প সময়েই ভাইরাল হয়ে যায়।  

গ্রাহককে বিশাল অঙ্কের অর্থ দেওয়ার বিষয়টি তখন নজরে আসে ব্রিটিশ বিদ্যুৎ সংস্থা নর্দার্ন পাওয়ারগ্রিড কর্তৃপক্ষের। পরে তারা বিষয়টি নিয়ে বিবৃতি দেয়। প্রতিষ্ঠানটি বলছে, ভুল করেই বিপুল পরিমাণ অর্থের চেক পৌঁছেছে ওই গ্রাহকের কাছে।  

প্রতিষ্ঠানটি নোটিশ পাঠিয়ে ক্ষমা চায় ওই গ্রাহকের কাছে। একই সঙ্গে ৭৪ গ্রাহকের কাছে ক্ষমা চায় তারা। কেননা, তাদের সবার কাছেই একই চেক সরবরাহ করা হয়েছিল।  

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২২
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।