ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা মহামারি এ বছরই শেষ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২২
করোনা মহামারি এ বছরই শেষ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা  তেদরোস আধানোম গেব্রেয়াসুস

করোনা ভাইরাস মহামারি এ বছরই শেষ হতে পারে বলে মনে করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস। তবে এ ক্ষেত্রে বিশ্বের প্রায় ৭০ শতাংশ টিকাদান শেষ করতে হবে।

 

শনিবার (১২ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।  

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, এই বছরের জুন-জুলাইয়ের মাঝামাঝিতে ৭০ শতাংশ টিকা দেওয়ার লক্ষ্যপূরণ হবে। তাই আমাদের প্রত্যাশা করোনা মহামারির তীব্র পর্যায় এ বছরই শেষ হবে।  

যুক্তরাষ্ট্রের টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠান মডার্নার জিনবিন্যাস ব্যবহার করে আফ্রিজেন বায়োলজিক অ্যান্ড ভ্যাকসিনেস নামের একটি প্রতিষ্ঠান আরএনএ টিকা তৈরি করছে। শুক্রবার এই প্রতিষ্ঠান পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২২
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।