ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

আন্তর্জাতিক

এবার ‘বোয়িং-৭৩৭ ম্যাক্স’ বন্ধের নির্দেশ অস্ট্রেলিয়ার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
এবার ‘বোয়িং-৭৩৭ ম্যাক্স’ বন্ধের নির্দেশ অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ান বোয়িং-৭৩৭ ম্যাক্স-৮, ছবি: সংগৃহীত

ঢাকা: চীন, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের পর এবার ‘বোয়িং-৭৩৭ ম্যাক্স-৮’ মডেলের প্লেন ব্যবহার বন্ধ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ইথিওপিয়ান এয়ারলাইন্সের একই মডেলের প্লেন বিধ্বস্ত হয়ে ১৫৭ আরোহীর সবাই নিহত হওয়ার জেরে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির সিভিল অ্যাভিয়েশন।

মঙ্গলবার (১২ মার্চ) এক বিবৃতিতে বোয়িং-৭৩৭ ম্যাক্স-৮ গ্রাউন্ড করে রাখার ঘোষণা দেয় অস্ট্রেলিয়া সিভিল অ্যাভিয়েশন সেফটি অথরিটি (সিএএসএ)।

বিবৃতিটিতে সিএএসএর প্রধান নির্বাহী (সিইও) শেন কারমোডি বলেন, বোয়িং-৭৩৭ ম্যাক্স-৮ মডেলের প্লেনগুলো চলাচলের নিরাপত্তা নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আমরা এর সব ধরনের চলাচল সাময়িকভাবে বাতিল করছি।

মডেলটি নিয়ে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক সব ধরনের ফ্লাইটের ক্ষেত্রেই এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বিবৃতিতে সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে যাত্রীদের উদ্দেশে তিনি বলেন, সবসময়ই সবার আগে নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।

সিএএসএ জানায়, অস্ট্রেলিয়ায় ফিজি এয়ারলাইন্সই শুধু বোয়িং-৭৩৭ ম্যাক্স-৮ প্লেন পরিচালনা করে। পাশাপাশি সিঙ্গাপুর এয়ারলাইন্সের রিজিওনাল উইং সিল্ক এয়ারও অস্ট্রেলিয়ায় ফ্লাইট পরিচালনায় এ মডেলের প্লেন ব্যবহার করে থাকে। তবে বর্তমানে তা স্থগিত রেখেছে দেশটি। স্থগিত করেছে উইং সিল্কও।

রোববার (১০ মার্চ) সকালে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবার বোলে বিমানবন্দর থেকে ফ্লাইট ‘ইটি৩০২’ উড্ডয়ন করার ছয় মিনিটের মধ্যেই ৮টা ৪৪ মিনিটের দিকে বিধ্বস্ত হয়। এতে ফ্লাইটের ১৫৭ আরোহী নিহত হন।

নতুন মডেলের বিধ্বস্ত প্লেনটি মাত্র চার মাস আগে রাষ্ট্রীয় পতাকাবাহী ইথিওপিয়ান এয়ারলাইন্সের বহরে যুক্ত হয়। ২০১০ সালেও বৈরুত থেকে উড্ডয়নের পর ভূমধ্যসাগরে এয়ারলাইন্সটির আরকেটি প্লেন বিধ্বস্ত হওয়ার ঘটনায় অন্তত ৯০ জনের মৃত্যু হয়।

গত বছরের অক্টোবরে ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত লায়ন এয়ারের প্লেনটিও একই মডেলের ছিল। ওই দুর্ঘটনায় ১৮৯ আরোহীর মৃত্যু হয়।

বিশ্বের বেশ কয়েক দেশই বর্তমানে ‘বোয়িং-৭৩৭ ম্যাক্স-৮’ এর ব্যবহার বন্ধ রেখেছে। অন্যদিকে, বোয়িংকে এ মডেলের প্লেনের আরও উন্নয়ন করার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে অনেক এয়ারলাইন্স তাদের বহরে থাকা মডেলের প্লেনে এখনও আস্থা রেখে কার্যক্রম পরিচালনা করছে।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
এসএ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।