ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

আন্তর্জাতিক

নেপালে বাস নদীতে পড়ে ২০ জনের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
নেপালে বাস নদীতে পড়ে ২০ জনের মৃত্যু নদীতে উদ্ধার অভিযান চলছে

নেপালে একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ অক্টোবর) এই দুর্ঘটনা ঘটে। বাসটিতে অতিরিক্ত যাত্রী ছিলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে ঢালু নদীতে পড়ে যায়।

রাজধানী কাঠমান্ডু থেকে ৮০ কিলোমিটার দূরে ঢাডিং জেলার খরস্রোতা ত্রিশুলি নদীতে বাসটি পড়ে।

জেলা পুলিশ প্রধান ধ্রুবা রাজ জানিয়েছেন, ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। তবে অনেকে নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে ডুবুরি দল কাজে নেমেছে। মনে করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এছাড়া আহত উদ্ধার করা হয়েছে ১৫ জনকে।

বাসটিতে কতজন যাত্রী ছিলেন, এ ব্যাপারে তিনি কিছু জানাতে পারেননি। তবে একুটু বলেছেন বাসটি অতিরিক্ত যাত্রী নিয়ে রাজধানী থেকে রাজবিরাজে যাচ্ছিল।

২০ জনের মধ্যে ১২ জনের পরিচয় শনাক্ত করা গেছে। এর মধ্যে একজন ভারতীয় নাগরিক। তার নাম মমতা দেবী ঠাকুর। নিহতদের মধ্যে কয়েকজন পর্যটক থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

পাহাড় ও খরস্রোতের নদী ত্রিশুলি। এই নদীবেষ্টিত সড়কে দেশটিতে প্রায়ই দুর্ঘটনায় হয় প্রাণহানি।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।