ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় বিমান হামলায় ৯ বেসামরিক নাগরিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৭
সিরিয়ায় বিমান হামলায় ৯ বেসামরিক নাগরিকের মৃত্যু

সিরিয়ার হোমস শহরে বিমান হামলায় নয় বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। বিদ্রোহী দমনে রাশিয়া কিংবা সিরিয়ার নিজস্ব বিমান হামলায় তাদের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।

ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেছে, অভিযানেই তারা মারা গেছেন।

মূলত ২০১৩ সাল থেকে সিরিয়ার সরকারি বাহিনী বিদ্রোহী দমনে অভিযান পরিচালনা করে আসছে।

যাতে অন্তত ৭৫ হাজার মানুষ আটক হয়েছেন।

দেশটিতে ২০১১ সালের মার্চে সরকারবিরোধী আন্দোলন শুরু হয়। পরে তা রূপ নেয় গৃহযুদ্ধে। সংঘাতে এ পর্যন্ত তিন লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। গৃহহারা হয়েছেন এক কোটি ১০ লাখের বেশি মানুষ; তাদের মধ্যে প্রায় ৪০ লাখ অন্য দেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। সিরিয়ায় গৃহযুদ্ধের সুযোগে দেশটিতে শক্ত ঘাঁটি গড়ে তুলেছে জঙ্গি সংগঠন আইএস।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।