ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

আন্তর্জাতিক

আইএসআই কার্যালয়ে হামলার অর্থ দেন মার্কিন নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
আইএসআই কার্যালয়ে হামলার অর্থ দেন মার্কিন নাগরিক ছবি : সংগৃহীত

ঢাকা: পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ২০০৯ সালে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা-আইএসআই’র কার্যালয়ে সন্ত্রাসী হামলায় অর্থ যোগান দেওয়ার কথা স্বীকার করেছেন।

শুক্রবার রিয়াজ কাদির খান নামের ওই ব্যক্তি যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ডের অ্যাটর্নির কাছে হামলাকারীদের পরামর্শ ও আর্থিক সাহায্য দেওয়ার কথা স্বীকার করেন।


ছয় বছর আগে ওই বোমা হামলায় ৩০ জন নিহত ও ৩০০ জন আহত হয়েছিলেন। এদের বেশিরভাগই ছিলেন গোয়েন্দা সংস্থাটির কর্মকর্তা।

মালদ্বীপের নাগরিক আবু জলিলের মাধ্যমে রিয়াজ কাদির হামলা চালান। আবু জলিলের সঙ্গে আরো দুইজন বোমা ভর্তি ট্রাক নিয়ে লাহোরে আইএসআই
কার্যালয়ে ঢুকে পড়ে। হামলায় জলিল নিজেও নিহত হয়। কাদির খান জলিলের সঙ্গে যোগাযোগের জন্য ই-মেইল ব্যবহার করতো। অর্থের একটা অংশ জলিলের পরিবারের কাছেও যেত।

হামলার পর জলিলের বিবৃতি সম্বলিত একটি ভিডিও প্রকাশ করে আল-কায়েদা। সেখানে জলিল আত্মঘাতী হামলার কথা স্বীকার করে।

বাংলাদে সময়: ২০২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।