ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

আন্তর্জাতিক

শিগগিরই মুক্তি পাচ্ছেন আল-জাজিরার সাংবাদিক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫
শিগগিরই মুক্তি পাচ্ছেন আল-জাজিরার সাংবাদিক ছবি: সংগৃহীত

ঢাকা: মিশরের কারাগারে বন্দি আল-জাজিরার কানাডীয় বংশোদ্ভূত সাংবাদিক মোহাম্মদ ফাহমি শিগগিরই মুক্তি পেতে যাচ্ছেন বলে জানিয়েছেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী জন বায়ার্ড।

অস্ট্রেলীয় সাংবাদিক পিটার গ্রেস্তে মুক্তি পাওয়ার একদিন পরেই সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।



আল-জাজিরার কায়রো ব্যুরো প্রধান ফাহমিকে মুক্ত করতে কূটনৈতিক তৎপরতা অনেকটা এগিয়ে গেছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তবে তিনি মুক্তির সময় সীমা নির্দিষ্ট করেননি।

অস্ট্রেলিয়ার পিটার গ্রেস্তে, কানাডীয় বংশোদ্ভূত মোহাম্মদ ফাহমি এবং মিশরের মোহাম্মদ বাহের ২০১৩ সালের ডিসেম্বরে আটক হন। গত বছর জুনে মুসলিম ব্রাদারহুডের সঙ্গে আঁতাতের অভিযোগে তাদেরকে সাত থেকে দশ বছরের কারাদণ্ড প্রদান করেন মিশরের আদালত।

এ বছরের ০১ জানুয়ারি মিশরের আদালত অভিযোগটিকে পুনরায় বিচারের নির্দেশ দিলেও এখনও বিচারকাজ শুরু হয়নি।

কূটনৈতিক তৎপরতায় গত রোববার (০১ ফেব্রুয়ারি) চারশ’ দিন পরে মুক্তি পান পিটার গ্রেস্তে।

কানাডার পররাষ্ট্রমন্ত্রী এ সিদ্ধান্তকে স্বাগত জানান।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।